ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়ার জেলার বুধন্তি ইউনিয়নের পশ্চিমপাড়ায় কালভার্ট নির্মানে অনিয়মের অভিযোগ।
কালভার্ট নির্মানে এতে করে এলাকার পানি নিস্কাশন বাঁধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। গ্রামবাসীর পক্ষে বুধন্তি ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছেন।অভিযোগে উল্লেখ করা হয় প্রায় ৩ মাস আগে এলাকার লোকজন নিজস্ব অর্থায়নে, বুধন্তি পশ্চিমপাড়ায় একটি কালভার্ট নির্মান করেন। সৃজন করা কালভার্ট অপসারন না করেই তার উপর আরেকটি কালভার্ট নির্মান করা হয়। এতে করে এলাকার কৃষিজমির ব্যাপক ক্ষতিসহ স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে অভিযোগ করা হয়।
আবেদন পত্রে আরও উল্লেখ করা হয়, বুধন্তি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার লোকজন তার ভয়ে মুখ খুলতে পারেনা।
এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নিয়ম মেনেই কালভার্ট করা হচ্ছে।