ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- নিজস্ব প্রতিবেদক।
শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত পৌর এলাকার মেড্ডা ট্রাক মালিক গ্রুপ এর প্রধান কার্যালয়ে ভোটগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ দ্বিবার্ষিক নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখের ভাবে অনুষ্ঠিত হয়। যাহা ভোটকেন্দ্রে ১০টি বুথে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করবেন মোট ভোটার সংখ্যা ৪১৫ জন। এই নির্বাচনে “মহসিন-মিজান” পরিষদে মোট ১৯ জন প্রার্থী। এতে “হাকিম-কালাম” পরিষদের মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মোঃ জয়নাল আবেদীন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ এর নরনির্বাচিত নেতৃবৃন্দদের তালিকা:-
** ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ শাহজাহান মিয়া বিনা (হিরন)।
রাত ৭টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার প্রদীপ সরকার।
উক্ত নির্বাচনে, সভাপতি হাজী শেখ মোঃ মহসিন ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ১০৬ ভোট। সহ-সভাপতি (১ম) মোঃ কাজল খাঁ ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৭৮ ভোট। সহ-সভাপতি (২য়) মোঃ লিটন মিয়া ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার প্রতিদ্বন্দী শরিফ উদ্দিন পেয়েছেন ১২৬ ভোট। সহ-সভাপতি (৩য়) মোঃ শাহ আলম ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার প্রতিদ্বন্দী মোহাম্মদ হাবিব মিয়া পেয়েছেন ১৭৬ ভোট। সহ-সভাপতি (৪র্থ) শ্রী বাবুল কর ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার প্রতিদ্বন্দী মোহাম্মদ রফিক মিয়া পেয়েছেন ১৫৬ভোট।
সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (তানিম) ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ১৭৬ ভোট। যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মাহফুজ মিয়া (আবু) পেয়েছেন ১৫৬ ভোট। সহ সাধারন সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল মিয়া পেয়েছেন ১৩৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক মোঃ আনিস মিয়া ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুছা মিয়া পেয়েছেন ১৮৫ ভোট। দপ্তর সম্পাদক ছগীর আহমেদ ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ১৩৯ ভোট। প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী মিয়া ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন পেয়েছেন ১৬৯ ভোট। অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসেন ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরমান মিয়া পেয়েছেন ১৮৪ ভোট।
কার্যকরী সদস্য (১ম) মোঃ আকরাম আলী ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যকরী সদস্য (২য়) মোঃ মানিক মিয়া ২৩২ ভোট, কার্যকরী সদস্য (৩য়) মোঃ সালাউদ্দিন ২০৯ ভোট, কার্যকরী সদস্য (৪র্থ) মোঃ মামুন মিয়া ২০৫ ভোট, কার্যকরী সদস্য (৫ম) মোঃ আনোয়ার হোসেন ১৯৭ ভোট ও কার্যকরী সদস্য (৬ম) মোঃ সোহেল মিয়া ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
মোঃ মনছুর আলী দানা ও কাজী শাহানুর আলম (শাহিন) সহ ছয় বিশিষ্ট আহ্বায়ক কমিটির অধীনে আজকের এই শান্তি-শৃঙ্খলা সফলতা ভাবে নির্বাচন হয়েছে বলে জানান উপস্থিত ভোটার ও জনগণ। আরো বলেন, অতীতে এরকম শান্তিপ্রিয় ভাবে নির্বাচন কখনোই আমার দেখতে পাইনি।
ট্রাক মালিকগণের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত জেলা ট্রাক মালিক গ্রুপ এর নেতৃবৃন্দ।
social trade komentari [url=https://24tarot.net/bitcoin-shop/240/social-trade/] social trade komentari[/url]
Hello everyone, it’s my first visit at
this website, and piece of writing is genuinely fruitful
designed foor me, keep up posting such articles or
reviews.