ব্রাহ্মণবাড়িয়া প্রেসঃ

এইচ এম সৈয়দ কাসেম:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগামী ২৬ জুলাই শানে রেসালাত সম্মেলনের আয়োজন করবে হেফাজত ইসলাম বাংলাদেশ নবিনগর উপজেলা শাখা।

একই স্থানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ সমাবেশ আহ্বান করেছে। এ নিয়ে নবীনগর দুই পক্ষে চলছে নানানধরনের আলোচনা ও সমালোচনা।

ব্রাহ্মণবাড়িয়া নবিনগর আসনের ইসলামী ঐক্যজোটের মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা মহানগর হেফাজতের নেতা মাওলানা মেহিদী হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসকে জানান, নবিনগরের জনগণ শান্তিপ্রিয় মানুষ নবিনগর মাটিতে কোনোধরণের অশান্তি বিরাজ গঠুক সেটা নবিনগরবাসী চান না। মাওলানা মেহেদী হাসান আরো জানান, আমিরে হেফাজতের প্রোগ্রাম পাওয়া ভাগ্যের ব্যাপার, অনেক কষ্ট পরিশ্রম করে আমরা হুজুরের শিডিউল পেয়েছি। এ পোগ্রাম নিয়ে ভিন্ন চিন্তা করার সুযোগ আমাদের নেই। নবিনগরের হেফাজতের এক নেতা জানিয়েছেন, ২৬ জুলাই শানে রেসালাত সম্মেলন করার জন্য আমরা সবধরণের প্রস্তুতি নিয়েছি সম্মেলন সফল করতে যে কোনো মোকাবেলা বহন করতে আমরা প্রস্তুত রয়েছি। হেফাজতের অন্য এক নেতা বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক (ইনু) একজন বিতর্কিত ব্যক্তি, হাসানুল হক ইনু আমিরে হেফাজত আল্লামা শাহ্ আহমদ শফী-কে নিয়ে অশ্লীল ভাষায়ে কটাক্ষ করেছে! সে কারণে নবিনগরবাসী জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল ইনুকে বয়কট করেছে। 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রেস জানতে পারে যে, হেফাজতের শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা শায়খ সাজিদুর রহমান। এনিয়ে প্রশাসন এর কাছ থেকে কোনোধরণের আভাস পাওয়া যাইনি।

 

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *