ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- নিজস্ব প্রতিবেদক।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর ‌‌‌মনোনয়ন জমা দেয়া হয়েছে।

মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান এর নিকট মনোনয়নপত্র জমা দেন তারা।

প্রথম শ্রেণির এই পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারী ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ছয়জন মেয়র পদে মনোয়ন দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র নায়ার কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জেলা বিএনপির সেক্রেটারি মো. জহিরুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আব্দুল মালেকসহ দুজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র প্রার্থী হাজী মাহমুদুল হক ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারিম মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা শেষে আওয়ামীলীগের প্রার্থী নায়ার কবির বলেন, ‘আমি জনগণের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে আমি নির্বাচিত হব। একটি উৎসবমুখর নির্বাচন হবে। পৌর এলাকাগুলোতে আমার যে কাজগুলো অসমাপ্ত রয়েছে, সেগুলো শেষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের আমি ধন্যবাদ জানাই।
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়ে বিএনপি প্রার্থী জহিরুল হক খোকন বলেন, দেশবাসী আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের কাছে আমাদের আশা থাকবে কাউকে ভয় না পেয়ে ভোট কেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। জনগণের ভোট ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি যদি পরাজিত হই যে পাস করবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব।
স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজি মাহমুদুল হক ভূইয়া বলেন, ‘আমরা চাই ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হোক। তাই প্রশাসনের কাছ থেকে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের আশা করছি।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন অপর দুই প্রার্থী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আব্দুল কারিম ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ-এর জেলা কমিটির সদস্য মো. আব্দুল মালেক।


জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ২০ হাজার ৫০৪জন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

By khobor

2 thoughts on “ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী-৬”
  1. Excellent post. I was checkng continuously this blog and I
    am impressed! Exteemely useful information. I care for such information a lot.
    I wass looking for thuis ertain information for a very long time.Thank you and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *