ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মোঃ আজহার উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভার শিমরাইকান্দি এলাকায় ট্রাকের ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ(২৭) নামের ১জন নিহত হয়েছে।
আজ রবিবার (৪ঠা অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ পৌরসভার শিমরাইকান্দি এলাকার আজাদুর রহমানের ছেলে। আরিফ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মার্কেটিং অফিসার পদে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চাষী ভবনের সামনে খাদ্য গুদামমুখি ট্রাকের সাথে শহরমুখি অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ ট্রাকচালকক্র স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা রাস্তায় আটকের করেন। আহত অবস্তায় এলাকাবাসী আরিফকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসেন৷ জরুরি বিভাগে চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, ব্যাটারিচালিত রিকসার আরোহী আরিফকে শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন। ট্রাকসহ ট্রাকচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।