ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ – রিপোর্ট হাসান মোল্লা।
ব্রাহ্মণবাড়িয়া বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহতসহ আরো আহত হলেন দুইজন।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় দুইজন ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। এসময় সুহিলপুরের মীরহাটি নাম স্থানে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। আহত হয়েছে আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।