ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক। আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি বর্ণ্যাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলীতে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সহ-সভাপতি মেয়র নায়ের কবির, সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন প্রমূখ। এছাড়াও মিছিলে মুক্তিযোদ্ধা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।