ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে “ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন” কমিটি।
তৃণমূলের সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনার দাবী জানানোর মধ্য দিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভার, সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম। সাংবাদিক ইউনিয়ন আত্মপ্রকাশ ঘটনে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি আচার্য, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সাংবাদিক আবদুন নূর, শেখ শহিদুল ইসলাম ও জসীম উদ্দিন।
উক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন- আহবায়ক মো.মনির হোসেন, যুগ্ম-আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু, ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, জসীম উদ্দিন, মুজিবুর রহমান খান, আজিজুর রহমান পায়েল, শফিকুল ইসলাম, আজিজুল আলম সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম।