ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ-  ব্রাহ্মানবাড়িয়া চেম্বার নির্বাচনে আজিজুল হক প্যানেলের বিশাল জয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফলে আজিজুল হক প্যানেল বিশাল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করেছে। সাধারণ ও সহযোগী গ্রুপে ২০টি পরিচালক পদের মধ্যে তারা ১৭টি পেয়েছে। এরমধ্যে সাধারন গ্রুপে ১৪টির মধ্যে ১২টি ও সহযোগী গ্রুপের ৬টির মধ্যে ৫টি আলহাজ আজিজুল হক প্যানেল পেয়েছে। অপর দিকে স্বাধীনতা পরিষদ প্যানেলে দুটি গ্রুপে ৩টি পদে জয়লাভ করেছে। সাধারণ গ্রুপ থেকে ২জন ও সহযোগী প্যানেল থেকে ১জন জয় করেছে স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে।

নির্বাচনে আজিজুল হক প্যানেল থেকে সাধারণ গ্রুপে হাজী মো. বাবুল মিয়া সর্বাধিক ভোট ৮০৪ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ আজিজুল হক ৭০৩ ভোট, মো. শাহজাহান ৭৪০, কামাল মিয়া ৭১৭ ভোট, কাজী জাহাঙ্গীর ৬৮৯ ভোট, আজিজুর রহমান শামীম ৬৮৫ ভোট, সুব্রত পাল ৬৩২ ভোট, জাবেদুল ইসলাম সোহাগ ৫৯৮ ভোট, আলহাজ মমিনুল আলম বাবু ৫৮৫ ভোট, আলহাজ মো. শাহ আলম ৫৮৪ ভোট, মো. জসিম উদ্দিন ৫৭৯ ভোট, তানভীর আহমেদ ৫৭৬ ভোট। স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে মো. আল মামুন ৫৫৯ ভোট ও মো. বাবুল মিয়া ৫৫৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহযোগী পরিচালক গ্রুপে আজিজুল হক প্যানেল থেকে মো. নুরুজ্জামান ভূইয়া ১৬৫ ভোট, রফিকুল ইসলাম ১৬৫ ভোট, মো. জুল খান ১৫০ ভোট, আবুল খায়ের ১৪০ ভোট, প্রদিপ চন্দ্র সাহা ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে সহযোগী গ্রুপে একমাত্র আব্দুল মালেক ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে জেলা শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার সাধারণ গ্রুপ ও সহযোগী গ্রুপের ২০টি পদের বিপরীতে দুইটি প্যানেলের ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচনে সাধারণ গ্রুপের ১২১৫ জন ও সহযোগী গ্রুপের ২৮০ জন ভোটার । দুইটি প্যানেল থেকে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী সভাপতিসহ অন্যান্য পদের নেতা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

নিউজ ডেস্কঃ –  দৈনিক সারোদ।  

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *