সৈয়দ কাসেম;”ওয়াকার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন সংসদে ধর্ম অবমাননা বক্তব্য প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভটি শহরের মূল পয়েন্ট টি’এ রোডে প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিক্ষোভকারীরা সমাবেশ করেন।
বিক্ষোভ ও সমাবেশ থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, রাশেদ খান মেননের সংসদ থেকে পদত্যাগের দাবি তুলা হয়।
এসময়, বক্তব্য প্রদান করেন! গাজী ইয়াকুব সরকার, মাওঃ আব্দুল মতিন, মাওঃ কাউছার মোল্লা, মুফতী এনামুল হাসান, মাওঃ আব্দুল হক সহ প্রমুখ।
সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন, জামিয়া ইউনূছিয়ার সিনিয়র শিক্ষক মুফতী আব্দুর রহীম কাসেমী।