• মোঃ আল মামুন
  • ১০ ফেবুয়ারী অমর একুশে গ্রন্থ মেলায় সময়ের বিশিষ্ট কলামিষ্ট লেখক সাংবাদিক লায়ন মুহা মীযানুর রহমান এর সময় এখন বাংলাদেশের এবং বর্তমান সময়ের সুপরিচিত মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব এইচ এম মেহেদী হাসান এর “মেহেদী’র রাজনৈতিক চাষাবাদ” এই দুইটি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে অমর একুশে বই মেলার মোড়ক উন্মোচন কেন্দ্রে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জননেতা মোজাফফর হোসেন পল্টু,
  • উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
    ভাষাসৈনিক লায়ন সামসুল হুদা, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও আন্তর্জাতিকভাষা পুরস্কার প্রাপ্ত।
    আনিসুল হক, কবি, লেখক,নাট্যকার ও সাংবাদিক।
    পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।


    মতিউর রহমান লাল্টু, মুখপাত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।
    নূর হাকিম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময়।
    অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী
    সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
    মহসিন আহমেদ স্বপন, বার্তা সম্পাদক,
    দৈনিক সকালের সময়।
    রবিন আহমেদ, সিইও, আরিয়ান ডট কম ও
    প্রতিষ্ঠাতা সভাপতি,
    আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
    মোঃ আবু হাসেম, সত্বাধিকারী, অর্জন প্রকাশন।
    সাদ্দাম হোসাইন,এজিএস ডাকসু ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    বিশিষ্ট সংগঠক লায়ন আবুল কালাম আজাদ।
    শাহারুল ইসলাম রকি, সিইও, এস আই টিভি।
    এছাড়াও ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক টি মনি খান রিনো।
    ছবিঃ সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক মোস্তফা, সাংবাদিক নীলা।
    মিডিয়া কাভারেজঃ বিটিভি,একাত্তর টিভি,সময় টিভি, চ্যানেল আই,এসএ টিভি, মাই টিভি, একুশে টিভি, এস আই টিভি।
    বই দুইটি প্রকাশনা করা হয়েছে প্রকাশনী জগতের জনপ্রিয় প্রকাশনী অর্জন প্রকাশনা থেকে বই দুই টি ক্রয় করতে পারবেন অমর একুশে বই মেলার অর্জন প্রকাশনার স্টল নং -৪২৯ লেকের পাশে।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *