সৈয়দ কাসেমঃ-ইসলামী ছাত্র খেলাফত সরাইল উপজেলাশা খার ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৮য়ে অগাষ্ট রোজঃ (রবিবার) সরাইল ছাত্রখেলাফতের অস্থায়ী কার্যালয়ে সরাইল উপজেলা ছাত্রখেলাফতের ভারপ্রাপ্ত সভাপতি মুফতী এরশাদুল্লাহ এর সভাপতিত্বে নেতৃবৃন্দের পুনর্মিলন শুরু হয়।
সরাইল উপজেলা ইসলামী ছাত্রখেলাফতের কার্যক্রম-কে বেগবান করার লক্ষ্যে নেতৃবৃন্দরা আলোচনা পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন! সৌদিআরব ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও শাহাজাদাপুর ইউ.পি সভাপতি- হাঃ সাজিদুর রহমান, উপজেলা ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি এম মাসুদ আজহার। উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আব্দুল আজিজ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কাসেমী। উপজেলা সাংগঠনিক সম্পাদক- এইচ.এম.কাজী সাইফুর রহমান মুন্না, শাহজাদা পুর ইউপি ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান । শাহবাজপুর ইউপির সভাপতি এম নজরুল ইসলাম, নোয়াগাঁও ইউপি সভাপতি এইচ এম জুবায়ের, কালিকচ্ছ ইউপি যুগ্ম সম্পাদক হাফেজ জিয়াউদ্দিন। সদর ইউপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শিব্বীর হোসেন। পানিশ্বর ইউপি সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আতাউর রহমান। উপজেলা যুব খেলাফতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ সহ প্রমুখ।