ব্রাহ্মণবাড়িয়া. প্রেসঃ নিজস্ব প্র্র্রতিবেদক।

ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরীফ ভাইয়ের স্নেহের ভাজন আদরের ছোট ভাই→ ব্রাহ্মণবাড়িয়া পাক্ষিক সময়কাল পত্রিকার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া. প্রেস এর বার্তা সম্পাদক, আমার সহকর্মী এম. শরীফ মাহমুদ গতকাল রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় এক মর্মাহত দূর্ঘটনায় গুরুহত আহত হয়ে ওর পায়ের আঙুলীর তিনটি হাড় ভেঙ্গে যাই।দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া. প্রেস এর সম্পাদক সহ আজ আমরা কয়েকজন যখন এম. শরীফ মাহমুদের শারীরিক অসুস্থতা শুনে দেখতে যাই, সে আমাদেরকে দেখে তার পায়ের যন্ত্রণার কথা বলতে গিয়ে ভীষণভাবে কান্নাই ভেঙে পড়ে সবার নিকট দোয়া চাই। যার ঘাঁ তার ব্যাথা!! তার কান্না দেখে আমরা যেন একপ্রকার নিজেরাই নিস্তব্ধ হয়ে গেলাম। নিজেদের চোখের কোনায় জ্বল জমে থাকা আড়াল করে নিয়ে, ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই ছিলনা। আপনারা সবাই দোয়া করবেন, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সবার মাঝে সুস্থভাবে ফিরে এসে আগের মতো জনকল্যাণে কাজ করতে পারে।

 

By khobor

One thought on “সাংবাদিক এম.শরীফ মাহমুদ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত!!”
  1. Hi this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding knowledge so I wanted to get guidance from someone with experience. Any help would be greatly appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *